গাজাতে চলছে লড়াই
মীমাংসা তার হবে না ;
শুধু শবের পাহাড় বেড়ে যাবে
তাও সব দৃষ্টিগোচর হবে না।
ওরা লড়ছে ওরা লড়বে
জীবনের কোনো দাম নাই ;
মরণের জন্য লড়ছে তারা
মরণে কোনো ক্ষোভ নাই।
দারা পুত্র পরিবারের ভবিষ্যতে
কি হবে তার কোনো স্থিরতা নাই।
তবু লড়ছে পরিবার দুঃখে মরছে
কিন্তু তার কোনো চিন্তা নাই।
দু পক্ষেই মরছে লাখো মানুষ
কেন এই যুদ্ধ?কেন এই লোভ?
ফল ভালো হবে না।
হিংসা বাড়ছে যুগ যুগ ধরে
সমাধান কিছু হবে না।
হে যুদ্ধবাজ যুদ্ধের উস্কানি দিও না
অশান্তি ত অনেক হয়েছে
এবার শান্তি ছাড়া কিছু চাই না।
লড়ছে মানুষ যেন কত কঙ্কাল
দৌড়ে দৌড়ে লড়ছে
প্রাণটুকু বেরিয়ে গেলেই
শব হয়ে পড়ছে।
হে মানুষ জাতি ধ্বংস কর না
ধ্বংসের মুখে পৃথিবীকে ঠেলে দিও না।