তিন বছর গেরিলা যুদ্ধ চলল
ব্রিটিশেরা হলো নাজেহাল,
মাষ্টারদাকে ধরার জন্য
পুরস্কার ঘোষিত হলো
চারিদিকে গোয়েন্দা দৌড়াল
সবই হলো বিফল।
নেত্র সেন ছিল অন্তরঙ্গ
মাষ্টারদার অতি বিশ্বাসী;
সেদিন তার বাড়িতে গভীর রাত্রে
মিটিং করল বিপ্লবী।
রাত ছিল নিশ্চুপ নিঝুম
জনপ্রাণী ছিল না ;
কেউ জানত না
কেউ বুঝল না;
সবাই শিকার ছিল ঘুমের
শুধু স্বাধীনতাকামীদের
ঘুম ছিল না।
সেই সময় নেত্র সেন
বিশ্বাসঘাতকতা করল
টাকার লোভে গোয়েন্দাদের
ডেকে আনল।
সূর্য সেনের হলো গ্রেফতারী
সারা বাংলা শোকে কাঁদল;
নেত্র সেনের মধ্যে দেশবাসী
মীর জাফরের ছায়া দেখল।
একদিন নেত্র সেনের গলা
কেটে দিল
বীর ওরা স্বাধীনতাকামী ;
ভয় ডর ওদের পদতলে থাকে
দেশের জন্য ওরা ছিল মৃত্যুকামী।