সারা বাংলাকে কাঁদিয়ে দিয়ে
সূর্য সেনকে কারাগারে নিক্ষেপ করল;
যেন আকাশের রবিকে পিঞ্জরে পুরে
তার সকল তেজ হরণ করল।
কারাগারে মাষ্টারদাকে বলল
"হও রাজসাক্ষী";
আকাশ থেকে বজ্রপাত হল
কালো মেঘে ছেয়ে গেল
দৃঢ়প্রতিজ্ঞ সূর্য সেন হলো না রাজী।
শুরু হলো অত‍্যাচারের পালা বর্ষাল লাঠি ;
অজ্ঞান হলো মাষ্টারদা সহ‍্য না করতে পারি।
তখন নখের ভেতর সুঁচ ফুটিয়ে দিল যন্ত্রণা
মাষ্টারদা তবুও অনড় কিছুই বলল না।
ধৈর্য্যহীন ব্রিটিশ পুলিশ হাতুড়ী নিয়ে এল
তার আঘাতে মাষ্টারদার সব কটি দাঁত ভাঙল।
রক্তাক্ত মাষ্টারদা রক্তে সিক্ত হয়ে
জ্ঞান হারাল;
অর্ধমৃত তাঁকে নিয়ে গিয়ে ফাঁসিতে চড়াল।
বাংলা মা কাঁদল,সে কান্না বাতাসে বাতাসে
ছড়াল
উত্তেজিত জনতায় স্বাধীনতার বীজমন্ত্র
ছড়াল।