ঐখানে রাজপথের ধারে
চায়ের দোকানে
যে বৃদ্ধ বসেছিল
দাড়ি গোঁফে তার
মুখ ঢাকা ছিল
অত্যন্ত গরীব লাগছিল।
প্রশ্ন করে জানল সবে
সে ত ছিল ক্ষয় রোগের রুগী
ভিক্ষা করে অন্ন জোটায়
ভীষণ সে দুঃখী।
এমন সময় ঘোড়ার গাড়িতে
ইংরাজ সেনারা এল;
বৃদ্ধ তখন হকচকিয়ে
তাজা বোমা ছুঁড়ল
দুটি সেনা মরল সেথায়
বাকিরা পালিয়ে গেল ;
বৃদ্ধ তখন কোথায় গেল
কেউই না বুঝতে পারল।
লোকে বলে মাষ্টারদা ছিল বৃদ্ধ বেশে
কমিশনারের অপেক্ষায়
কমিশনার ছিল একটু দূরে
নিরীহ সৈনিক মারা যায়।
চাটগাঁয়ে যুদ্ধের পরে
বিপ্লবীরা লুকিয়ে যায়:
মাষ্টারদা চালাল গেরিলা যুদ্ধ
ইংরাজ পায় না লক্ষ্য
করে হায় হায়।