আমি এক ফেরিওয়ালা
জ্ঞানের করি ফেরি;
আঁধার গগনে জ‍্যোতি নিভে এলে
আলোর ফেরি করি।
যখনই বিশ্বের নীলাকাশে
নতুন ঝঞ্ঝা আসে ;
নতুন জ্ঞানের অভাবে যখন
বিশ্ব কাঁপে ভয়ে ত্রাসে
আমি জোগাই জ্ঞান ভাণ্ডার
নতুন জ্ঞানের ঊষ্ণ ছড়ি!
বিজ্ঞানের বিষম রেসে
যদি কখনও আমরা পিছিয়ে পড়ি
ব্রহ্মাস্ত্র আছে আমার ঝুলিতে
আছে ফেরিতে অনন্ত শক্তি।