শক্ত হাতে হাল ধরো গো
পাল তুলে দাও উজান স্রোতে ;
যে বোঝা নিয়েছ কাঁধে
সে ভার নিয়ে চলতে হবে।
ছেড়ো না মোদের মাঝ দরিয়ায়
কান্না হাসির দোদুল দোলায়
ওঠা পড়ার শোর শোনা যায় ;
যখন তুফান ওঠে বাতাস ছোটে
ঢেউ ওঠে বিশাল কায়।
হাল তুমি ছেড়ো না কভু
বাইতে হবে তরী প্রভু;
দাও গো তোমার শক্তির পরিচয় ;
হয়ত তখন গর্জাবে মেঘে
ঝরবে বারি তীব্রবেগে
আসবে প্রলয় কৌতুকেতে
যাত্রীরা পাবে ভয়।
তখনই হয়ত তোমার চক্র ঘুরবে
প্রলয় নাচন শান্ত হবে
যাত্রীরা সব আশ্বাস পাবে
পাবে বরাভয়;
আবার কখনও বাদলা দিনে
তোমার কিরণ পশবে প্রাণে
শান্ত হবে পূজবে সবাই
জানবে তোমার পরিচয়।