ও আকাশ রঙে ভরা
তারই সাথে টাপুর
টুপুর বৃষ্টি ঝরা।
আকাশ তখন রঙের
খেলায় মেতেছে ;
মেঘের লুকোচুরির ফাঁকে
রঙিন পিচকারি মেরেছে
খিড়কির ধারে বসা আমায়
রঙে ভুলিয়েছে
সোহাগে সোহাগে আকাশ
লাল হয়েছে।
তারপর সূর্য কোথায় ডুব দিয়েছে ;
ঝুপ করে তাড়াতাড়ি আঁধার নেমেছে।
কিছু পরে ধীরে ধীরে আঁধার
আমায় গ্রাস করল;
যেন রঙিন বিছানায় শুয়ে
রঙিন আচ্ছাদনে ঢেকে
স্বপ্ন এল।
হঠাত আকাশে রেখায় রেখায়
কার অবয়ব ফুটে উঠেছে ;
ও ত আমার বন্ধু
কলেজ ফাংশানে গান গেয়েছে।
তারপর ও যে কোথায় গেল
কেউ জানে না
বন্ধুহারার দুঃখ আমার
কেউ বুঝল না।
হারিয়ে গেল ও সে হারিয়ে গেল
আমার এ দুঃখ রাখার
জায়গা ছিল না।
অনেক বছর পর
তাকে পড়ল মনে
বন্ধু আমার আকাশ থেকে
কেন হাসল কে জানে।
আমি কাঁদলাম
বুক ভাসালাম
আর ত কভু না দেখলাম।