হে মরণ তুমি এসো না এখন
এখনো সময় হয়নি ;
এখনো সান্ধ্য তারা জ্বলেনি আকাশে
সান্ধ্য প্রদীপ জ্বলেনি।
জীবন সূর্য ডুববে না এখন
পশ্চিম আলোময় হয়নি ;
বহু কাজ আছে করতে বাকি
সময় ফুরিয়ে যায়নি।
তাই মরণ তুমি ধৈর্য্য ধর
চলছে জীবন দ্রুত গতি ;
মনোরম দৃশ্য সুন্দর ধাম
মুগ্ধকর চলার গতি।
আঁধার যখন আসবে ছেয়ে
সব কাজের শেষ হবে ;
মরণ বাঁশী বাজিয়ে এসো
শান্ত গৌরবে।