পূবের আকাশ রঙে ভরে এল
সূর্য হোলি খেলবে;
বাতাসে বাতাসে ওঠে হিল্লোল
হোলির গান গাইবে।
মানুষে মানুষে যত ভেদাভেদ
মনের যত কালি;
দূর করে দিয়ে এস গো সবাই
আনো রঙের ডালি।
বিদ্বেষ আর হানাহানির
কর সবে অবসান ;
মনের রঙে রাঙিয়ে তোমরা
পাপেরে কর বলিদান।
জাতপাত ভুলে ধনী দরিদ্র
সবে দাও প্রীতি ;
তবেই হোলি খেলা সার্থক হবে
আনন্দে গাইবে গান।