আমার ইচ্ছে পাখির মত
উড়ে যাই
আকাশে অনেক উঁচুতে
কি আছে দেখতে চাই।
হয়ত কোনো এলিয়নের
সাথে দেখা হবে
আর অবাক হয়ে আমাকে দেখবে ;
আমিও তখন অবাক হব
তারপর সখ‍্যতা হবে।
তখন চক্রযানে চেপে আমরা
পৃথিবী প্রদিক্ষণ করব;
শস‍্য শ‍্যামল বসুন্ধরা
আকাশ হতে দেখব।
তখনই হঠাৎ পাস দিয়ে
ধূমকেতু ধেয়ে আসবে;
আমার ভয় দেখে
নতুন বন্ধু হাসবে।
বলবে,"এমন ত রোজই হয়
মিথ্যে পেও না ভয়।"
তারপর আমাদের যান
চাঁদে পৌঁছে যাবে ;
চাঁদের বুকে আমরা
হয়ত জল বায়ু খুঁজে পাব
নতুন বসতি গড়ার স্বপ্ন দেখব।
তাই আমি তাড়াতাড়ি
পৃথিবীতে ফিরে আসব;
চাঁদে অভিযানের কথা
বিজ্ঞানীদের বলব।
সবাই অবাক হবে
আমার কথা বুঝবে;
তারপর নতুন যানে
চাঁদের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে।