যে দিন পথের হবে শেষ
পথ আর খুঁজে পাবে না ;
শুধু পাথরের ঢেউ রাস্তা আটকায়
ব‍্যথা লাগে রক্ত ঝরে না।
আমায় তুমি ডাকবে ওপার হতে
চাঁদের আলো ঝরা রাতে,
কষ্ট পাব তবুও যাব তোমার আহ্বানে।
হয়ত তখন সব পাহাড়ি রাস্তা হবে
মৃত্যুর পথ খুলে যাবে,
আকাশের নীল রাস্তাটা
পাথরে ঢেকে আসবে,
মৃত্যুর দূত হাতছানি দিয়ে ডাকবে
নীল সরু জীবনের আলোটা
হয়ত নিভে আসবে।
কিন্তু ভগবানের চক্র ঘুরল
পাথরের রাস্তা ফেটে গেল
নতুন আলো নতুন জীবন এল
জীবনের গান গেয়ে উঠল।