যখন আসবে করাল   ডাকবে ভয়াল
                দুশমন এসেছে ;
কত রাতপাহারায়     কাটল নিদ্রাহীন রাতে
                 ওরা কতদূর এসেছে।
বুম বুম বোমার শব্দ    কত না মরল মানুষ
                  তবু লড়াই চলেছে।
কোথায় হলো শবেরপাহাড়ে
রুদ্র দেবের অসিঝংকার
মরছে মানুষ লাখে লাখে
ঠিক ঠিকানা নাই।
ছিটকে এলো বোমার টুকরো
আমাদের পাড়ায়
সেই আঘাতে মরল দাদু
সবেরে কাঁদায়;
মড়ার পচা গন্ধে মানুষ
অজ্ঞান হয়ে যায়
জীবন আনচান করে
মানুষ কোথায় পালায়।
আনাজ নাই খাদ্য নাই
ভূত নাচে প্রেত নাচে
মহাদেব ক্ষেপেছে,
জীবনের যজ্ঞশালায়
লোকে পালিয়ে বেঁচেছে।
জীবন কত সুন্দর ছিল
শ‍্যামল সবুজ ছিল প্রাণ,
এখন রুদ্ধ কণ্ঠ সকল মানুষ
কত জীবন দিল বলিদান।