ভেঙ্গে দিয়ে বদ্ধ দুয়ার
মরণ নেবে আমায় আসি;
থাক পড়ে থাক আমার দেহ
নাইক কোন আশার বাতি।
সঙ্গীহীন এখন আমি
মরুপথের যাত্রী
যেতে হবে দূর দিগন্তে
নেইক আমার ক্লান্তি।
তবু কেন মন থমকে দাঁড়ায়
নিরাশ হয়ে যায় ;
নিষ্ফল হয় কর্ম তখন
আমি হই নিরুপায়।
আসে অবসাদ আসে নৈরাজ্য
শেষ হয় মনের যত সঞ্চয়
সুখের জীবন থাকে না তখন
আসে কেন মৃত্যুভয়।