মরণ:কেন দাঁড়িয়ে থাক জীবনের প্রতি মোড়ে
কেন চেয়ে থাক শুধু সুযোগের সন্ধানে।
জীবনের প্রতি বিদ্বেষ কেন, কেন ডাক
তারে রণে;
জীবন সবার অমূল্য ধন,অমূল‍্য সবাকার তরে।
তবুও সে ত যুদ্ধের আহ্বানে শৌর্যের পরিচয়
দেয়;
অসুরের মত বিচার তোমার
         কারো রক্ষা কর না হায়।
মরণ:কি রূপ তোমার কেউ জানে না
         শুধু জানে তুমি অক্ষয়;
অন্ধকার তোমার আকার
          দৃষ্টি গোচর নয়।
ভগবানের অভিশাপ তুমি
            তোমার অন্ত নাই ;
জান কত ছলাকলা মিথ্যে
            তোমায় ভয় পাই।
জীবন যদি আলোর মালা
             তুমি অশ্রু জল
কেউ চায় না তোমায়
              তবুও তুমি অবিচল।
জীবনের শেষে আসবে মরণ
               একথা সবাই জানে;
ভয়ে মরে তাই তোমারে সদাই
                বিলাপ করে মনে।
ভয়াবহ তুমি মহাভয়ঙ্কর
                 কর্মের হয় শেষ
জীবন নদীর উত্তাল ঢেউ
                 থাকে না ত অবশেষ।
মরণ :তুমি আসবে যখন কাঁসর ঘণ্টা
                     বাজে না যেন ;
মরণ:তুমি আসবে যখন মুহুর্ত মধ্যে
                          প্রাণ যায় যেন।