হেইয়া হো হেইয়া
নৌকা চলে বাইয়া;
জীবন নদী উথালপাতাল
একভাবে চলে না।
নদীর ঢেউ উঠে পড়ে
কখনও উপর পানে
কখনও নীচে টানে।
আমি ত নৌকার মাঝি
দাঁড় টেনে যাই;
কখন যে উঠবে ঝড়
নির্দেশ মতো ধাই।
হেইয়া হো হেইয়া
নৌকা চলে রে
বাতি জ্বলে রে
আঁধারের বুকে রে
নৌকা চলতেই থাকে।
চলতে চলতে কখন
আঁধারের পর্দা ফাটে
নতুন দিন শুরু হয়
এমনি করেই চলে জীবন
সাগরে শেষ হয়।