দীন হীন কত রিক্ত আমি
লক্ষ্য নাই কোনো বিক্ষিপ্ত আমি ;
কি উদ্দেশ্য মোর করতে পূরণ
বেঁচে আছি বল জীবনস্বামী।
জীবনের জীবন না পাই যদি
কেহ নাই মোর কারে বা বলি;
মনের দুঃখ মনেই লুকায়
প্রকাশ করে হীন করো না আমায়।
সঙ্গী সাথী হীন ধরা মাঝে
নিঃসঙ্গতার অন্তহীন বেদনাতে;
মনের বালুচরে ঝড় ওঠে
আশ্রয় কোথাও না পাই।
তখন কোনো বন্ধু আসবে কি
আমায় ভরোসা দেবে কি?
আসবে কি কেউ সমাদরে
আসবে কি আমার হাতটি ধরে
নিয়ে যাবে কি জীবনের আনন্দধামে?
নাই কেউ নাই যে আমার
দীন হীন আমি দুঃখ  অনিবার
কাউকে চাই না আমার ;
ভালোবাসাহীন চির মলিন এই জীবন
চাইলে কিছুই পাবে না এখন।