তরঙ্গের মতো জীবের জীবন
জোয়ার ভাটায় চলে ;
সুখের স্রোতে ভাসে কভু
কভু চলে দুঃখে ত্রাসে।
ভাগ্য চক্র ঘোরে দিন রাত
অন্তবিহিন পথে ;
তরঙ্গের মতো ওঠা পড়া করে
সময়ের সাথে সাথে।
জীবনের স্রোতে আসে তরঙ্গ
দুঃখ সুখের দিনে ;
সে নদী কখনও শুকিয়ে যায়
তখন দুঃখাগ্নি জ্বলে ওঠে।
ভাগ্য যখন পরিহাস করে
জীবনের প্রহসনে ;
জীবন তরঙ্গ নীচে চলে যায়
দুঃখরাজের সাথে।
সুখদুঃখের অন্ত নাহি হয়
ভাগ্যের প্রবল স্রোতে
তরঙ্গের পরে তরঙ্গ আসে
জীবন এমনি করেই চলে।