যদি তোমায় প্রশ্ন করি
তুমি উত্তর দেবে কি?
এ ত আমার প্রশ্ন
উত্তর পেলে হব ধন‍্য
প্রশ্নগুলো গুছিয়ে রেখছি।
আকাশের ভালে
মৃদু অহংকারে
রূপালী আলো ছড়িয়ে
চাঁদের উদয় হয় ;
সে ত অপরূপা ইন্দ্রের সূতা
ইন্দ্রসভায় ছেয়ে রয়;
সে ত মিষ্টি হেসে  সবে ভালোবেসে
সবারই মন করে জয়।
নির্মল আলো লাগে কত ভালো
তবুও কলঙ্ক সেথা রয়।সেই
দাগগুলো কালো কালো হয়ে
জীবন্ত হয়ে রয়।
কি দিয়ে তারে সাফ করলে পরে
পরিষ্কার করা যায় ;
চাঁদের গায়ের সব কলঙ্ক দূর করে
নির্মল হওয়া যায়?
এ প্রশ্নের কোন উত্তর নেই
কলঙ্ক সাফ হয় না ;
জীবনে দাগ লাগলে পরে
সে দাগ কখনও ওঠে না।