কাঁদো কেন মন রে আমার
কাঁদো কেন মন;
আকাশ ভরা আলো আছে
পাখিদের গুঞ্জন আছে
সবই ত তেমনি আছে
তবু কাঁদে আমার ভুবন।
এ জীবন হলো ছন্নছাড়া
যেন মরণের বাড়া
ঘর বাড়ি হলো না চাওয়া
যেন আলেয়ার পিছে ছুটেছি।
চলতে চলতে কত ঠোকর খেয়েছি।
কি পাইনি তা হয়নি পাওয়া
কি চেয়েছি তাও বুঝি না
তবু কান্নায় হৃদয় ভরেছি।
জীবনের খেলায় হেরে গেছি
চাওয়া না চাওয়া ভুলে গেছি
তবু জীবনকে ভালোবেসেছি।