জীবনের কবি আমি
রুদ্রদেবের পূজারী
জীবন সকলের তরে যৌতুক
বিধাতার যেন এক কৌতুক।
ওঠো জাগো সবে এনেছি আমন্ত্রণ
ন‍্যায় অন‍্যায়ের দ্বন্দ্বে এসো
মৃত্যুরে করি পণ।
সাম‍্যের বাণী এসেছে এবার
সবে হবে সমান
ধনী দরিদ্র কোন ভেদ নেই
সমাজে হবে সবাই সমান।
অন্ন বস্ত্র বেঁটে নিতে হবে
ক্ষুধার্ত কেউ থাকবে না
যোগ্য লোকের যোগ্য স্থান হবে
অযোগ্য কেউ রইবে না।
বলশালী যারা বলপ্রয়োগে
দুর্বলে দলন করে ;
সাম‍্যের বাণী করে টানাটানি
ওদের রক্ষা করে।
সে বাণীর প্রচার করি আমি
রুদ্রদেবের গান গাই
সবলের ভুলে হবে না কখনও
সমাজের কোলে ঠাঁই।