জীবনটা যদি ভাবি উৎসব
নয় শুধু দুঃখের কলরব;
সুখ আছে দুঃখও আছে
কাঁটা গাছে ফুলও ফোটে
সব মিলে জীবনটা শান্ত রয় না।
তাই আমি ভাবি না
কোনো বাধা মানি না ;
উৎসবের বন্ধ দুয়ার
যায় খুলে যাক না।
জীবন ত ক্ষণস্থায়ী
মরণ এলে দেব অজানায় পাড়ি;
সেই ভয়ে সব কিছু ছাড়ি
কান্নাকাটি ধরব না।
এসো বন্ধু উৎসব করি
সুখের রাস্তা চয়ন করি;
আনন্দে চলব আমি
জীবনের অপব‍্যয় করব না।
জীবন ভরা থাক আনন্দে
নৃত্য গীতের সুমধুর ছন্দে ;
আলো ঝলমল এই পৃথিবীতে
ফুলের গন্ধে সুরভিত আনন্দভূমিতে।
উৎসব! উৎসব! উৎসব চারিদিকে
সুখের পরশে মনোরম পরিবেশে।