জীবন আমার ঝরা ফুলের মত
দেবতার পূজায় লাগে না ;
পদতলে পড়ে থাকি
কেউ উঠিয়ে দেখে না।
পরিত‍্যাক্ত রিক্ত আমি
জনগণের সমাজে
ভাবে সবে সময় নষ্ট
বৃদ্ধদের সাথে  কথা বলে।
ভুলে গেছে মানুষজন
বৃদ্ধদের অনুভূতি অসীম
তাই ত কাজে লাগে
বিজ্ঞান একথা বলে।
প্রাচীনকালে বৃদ্ধরাই ছিল
সমাজেপ্রধান সব তত্ত্ব ছিল দখলে
ফুল কেন ঝরে যায়
বিজ্ঞানী সে তত্ত্ব খোঁজে
কি মন্ত্রে তাকে সতেজ করা যায়
বিজ্ঞানী সে ভাবনা ভাবে।