যে দেশে মানুষ মজদুরি করে.
দুঃখীর দুঃখবোধ ফুরিয়ে যায়  ;
যেখানে মানুষ এখনো ভিক্ষা করে
ক্ষুধার তাড়নায়;
সেই পৃথিবীর আমি একজন
ক্ষুব্ধ আমি বেদনায়।
জীবন নদী শুকিয়ে গেছে
তরঙ্গ আর ওঠে না.
তবু বয়ে চলে শরীরের বোঝা
ক্লান্ত চরণ চলে না।খ
জীবনভর পরিশ্রম করি'
বড় বড় অট্টালিকা গড়ি;
সে অট্টালিকায় প্রবেশ নাই
এইমত আদেশ পাই।
হাওয়াই জাহাজ রেলের গাড়ি
সব মোদের মেহনতে চলে ;
অন‍্যেরা সুখভোগ করে
সুখ নেই মোদের ভালে।
তবুও লোকে সাম‍্যের কথা বলে.,
অসাম‍্য কোথায় লুকিয়ে থাকে ;
মূঢতার জড় মোদের মন
অবাক হয়ে চেয়ে থাকে।
দিন রাত খাটি তবু অন্নবস্ত্রের
অভাব মেটে না,
বাবুদের রিক্সা চালাই
ছেলেদের বস্ত্র দিতে পারি না।
সেই দেশে জন্ম মোদের
শোনায় অমৃতবাণী;
সাম‍্যের বাণী অনেক শুনি
বাস্তবে সবই ফাঁকি।
প্রকৃতিতে নাই সাম‍্যের স্থান,
সমতা কোথাও নাই ;
কোথাও উঁচু গিরি পর্বত
আর সমুদ্রের তল নাই।
সাম‍্য এক তত্ত্ব কথা
শুনতে ভালো লাগে,
যোগ্যতারই জয় হয়
অসাম‍্য জুড়ে থাকে।