আমি দেশমাতার বরপুত্র
অন‍্যায় করি না সহ‍্য;
পশ্চিম থেকে আসলে তেড়ে
দূর করি তাদের সীমা পর্যন্ত।
আমি বীর.বীর আমাদের মাতা
সূর্যের তেজ এনেছি কেড়ে
আশীষ দিয়েছে বিধাতা।
ড্রাগনরা যখন উদ্ধত হল
আমি তাদের ভাষায় জবাব দিই;
মিথ্যে তেজ ওদের কোথায় গেল
নতুন অস্ত্র গড়ে ওদের জবাব নিই।
চাঁদ জয় করেছি আমি
চাঁদেই খুলেছি কারখানা ;
অদৃশ্য থেকে লড়তে পারি
শত্রু হয়ত বোঝেনি।
ধর্মযুদ্ধে পরাজিত হলা
পরাজয় কভু মানব না ;
রাণা প্রতাপ আদর্শ আমার
স্বাধীনতা আমার সাধনা।
যুদ্ধজয় করবই আমি
বীর আমি হারব না।