হে কবীন্দ্র রবীন্দ্র
তোমায় শত শত প্রণাম;
তোমায় পেয়ে আমরা যেন
নতুন জন্ম পেলাম।
তোমার লেখা কবিতা গানে
ধনী মোদের ভাষা ;
নতুন সুরের নতুন গানে
জাগল প্রাণে আশা।
এশিয়ার প্রথম নোবেলজয়ী
তুমি কবিগুরু ;
অবাক হয়ে তাকায় বিশ্ব
হল  নতুন যুগের শুরু।
তোমায় পূজি পঁচিশে বৈশাখ
তোমার জন্মদিনে ;
তোমার জ্ঞানে ভুবন জানে
তোমার পথে চলে।
তাই ত মোরা স্মরণ করি
আজকের এই দিনে ;
জ্ঞান বুদ্ধি দিয়ে মোদের
নতুন পথ চেনালে।
আজকের দিনে শপথ করি
যেন তোমার পথে চলি;
বঙ্গভাষা ধন‍্য হল
ধন‍্য মোদের মাতৃভূমি।