সেদিন বাতাসে ছিল
কাঁঠালিচাঁকার গন্ধ,
আকাশে ছিল লক্ষ
তারার অরণ‍্য।
চাঁদ এসেছিল মিষ্টি
হাসি হেসে ;
রূপালী আলোয় চারিদিক
উঠেছিল ভেসে।
বসেছিলাম মুগ্ধ মনে
আপন বাতায়নে;
বইল বাতাস সুবাস লয়ে
সুন্দর ফুলের বনে।
এমন সময় কে যেন এল
বাগানের দুয়ার ঠেলে ;
স্তব্ধ হয়ে চেয়ে রই
যেন স্বপন দেখিনু জেগে।
শুভ্র বসনা সে নারী ছিল
অনন্ত যৌবন ধন‍্যা;
অতীব সুন্দর চোখ দুটি তার
ছিল যেন দেবকন‍্যা।
কেন সে আসিল এ ধরায়
কেন এল মোর পানে;
নেহারি তাহারে অতি ভয় হল
বুঝি না কি করি এইক্ষণে।
হঠাৎ সে নারী অদৃশ্য হল
বুঝিনি তাহার ছল;
ভয়ে ভয়ে মরি ওগো কাণ্ডারি
মন হলো বিকল।