এলো রে ঝড় এলো কালবোশেখী
ভীষন দারুণ বলব সে কি!
গাছপালা নাড়িয়ে মাথা
বাঁচবে না কি;
পড়ল পথে দড়াম করে
কিছু তবু রইল বাকি।
কড় কড় কড়াৎ করে
পড়ল বাজ ভীষণ জোরে;
মেঘে মেঘে ধাক্কা মেরে
বিদ‍্যুৎ চমকাল আঁধার করে।
বৃষ্টিকে সঙ্গী করে
এলো ঝড় ভীষন জোরে ;
হাহুতাশ করল সবে
টিনের চাল গেল উড়ে।
মানুষ জন পালিয়ে গেল
রাস্তা একদম শূন্য হলো ;
বিজলী চলে গেলে
পড়াশোনায় দেদার ফাঁকি।
কাঁপছে গাছ ভয়ে মরছে পাখি
বারিধারায় আঁধার দেখি।
আকাশে উড়ছিল বিমান তখন
ভয়ে কাঁপে সব যাত্রীগন
উপর নীচে উড়ে বিমান
মেঘ কাটিয়ে সবে বাঁচাল।
প্রাণ এলো দেহের খাঁচায়
মনে হয়েছিল এবার বুঝি যায় ;
ঈশ্বরের বরদানে
সবাই বাড়ি ফিরল।