"অগ্নিযুগে জন্ম আমার
অগ্নি কন্যা নাম;
এ নাম রবীন্দ্রনাথের দেয়া
বিপ্লব মোর কাম।
দেশমাতাকে মুক্ত করব
বিদেশীর শৃঙ্খল হতে ;
পণ করেছি প্রাণ
তাই কে আমাকে রোকে।"
বেথুন কলেজে ভর্তি হল কল্পনা
ভালো পড়াশোনা করে ;
বিপ্লবের কথা ভুলল না ত
মন অশান্ত করে।
'ছাত্রী সঙ্ঘ'বেথুন কলেজে
বিপ্লবী তৈরী করে ;
লাঠি খেলা ছোরা খেলা
দেহ চর্চা করে।
পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে
কল্পনা মাষ্টারদার সঙ্গে
পরিচয় করল;
মাষ্টারদা মেয়েদের
বৈপ্লবিক কাজে অনুপযুক্ত ভাবল।
মাষ্টারদা সূর্য সেনের সম্মেলনে
কল্পনা আর প্রীতিলতা
স্বেচ্ছাসেবিকার কাজ করত;
কলকাতায় বিপ্লবীদের কারখানায়
বোমার খোল সংগ্রহ করত।
ছুটিতে খোলগুলো বিপ্লবীদের
হাতে পৌঁছে দিত।