মাতৃমন্ত্রে দীক্ষিত যারা
দেশের মুক্তি যাদের পণ;
ভয় পায় না মরণে তারা
বিদেশী শৃঙ্খল ভাঙাই পণ।
বুঝি কল্পনা অগ্নি কন্যা
সূর্য সেন বিপ্লবের মন্ত্র পড়াল;
অত‍্যাচারী বিদেশী শাসক
বিতাড়িত হবে
তার যোজনা বানাল।
বিপ্লবীদের কারখানা
ছিল কলকাতায়
সেখান থেকে বোমার
খোল নিয়ে যেত;
চট্টগ্রামে বিপ্লবীদের দিত
অস্ত্রাগার লুণ্ঠনের প্রস্তুতি নিত।
অস্ত্রাগার লুণ্ঠন আর জালালাবাদ
যুদ্ধের পরে
বিপ্লবীরা জেলে বন্দী হল;
কল্পনা দত্ত আর প্রীতিলতা
সংগ্রামের ভার নিল।