এগিয়ে চল এগিয়ে চল রে
এগিয়ে চল;
ইংরেজ শাসককে করতে আঘাত
এগিয়ে চল।
করব লড়াই ছিনিয়ে নেব
দিল্লির মসনদ ;
বিদেশী শাসক যাবে জাহান্নুম
স্বাধীন হবে ভারত।
হয়ত আমার জীবন যাবে
এই মহাযুদ্ধে;
তবু গর্বিত চির আকাঙ্ক্ষিত
বিপ্লবীদের শর্তে।
উত্তেজিত ছিল ওরা
নির্দেশের অপেক্ষায় ;
এল নির্দেশ সূর্য সেনের
সময় বয়ে যায়।
চট্টগ্রামে 'ইউরোপীয়ন ক্লাব'
ছিল বিশ্ববিখ‍্যাত;
দেশবিদেশের ইউরোপীয়ন
আসত আনন্দ করত।
তার গেটে লেখা ছিল '
"ভারতীয় আর কুকুরের
প্রবেশ নিষেধ "
তাই ভারতীয়দের
ছিল অসীম ঘৃণা
নিতে হবে প্রতিশোধ।
পুরুষবেশী কল্পনা আর প্রীতিলতা
ক্লাবের চতুর্দিকে ঘুরল;
কিভাবে তারা করবে আক্রমণ
তার যোজনা বানালো।