দেশের জন্য আত্মোৎসর্গ
করার সময় এসে গেল,
প্রফুল্ল মন
নির্ভয় তখন
মহামৃত‍্যুর আহ্বান এল।
কাঁপল না হৃদয়
করল না ভয়
দৃঢপদক্ষেপে এগিয়ে গেল।
ইউরোপীয়ন ক্লাব লক্ষ্য ওদের
সুরক্ষা ইংরেজের প্রচুর ছিল।
ক্লাব সদস্য ইংরেজেরা
ভারতীয় বেয়ারাদের গালি দিত;
তাই এক বেয়ারা কল্পনাদের
পথ দেখাত।
আক্রমণের এক সপ্তাহ আগে
কল্পনা মাইন বিছোচ্ছিল;
ইংরেজরা তখন ড্রিঙ্কস নিয়ে
মাতামাতি করছিল।
গোয়েন্দারা পুরুষবেশী
কল্পনাকে গ্রেফতার করল;
"বন্দেমাতরম" জয়ধ্বনি দিয়ে
কল্পনা জেলে গেল।