কল্পনা যতদিন বেঁচে থাকবে
ততদিন কারারুদ্ধ হয়ে থাকবে ;
কি নির্মম এই বিচার
যেন শ্বাসরোধ করে।
কল্পনাকে রবীন্দ্রনাথ
"অগ্নি কন্যা "উপাধি দিয়েছিল
সে আগুনের তেজের মতো নির্ভীক ছিল।
সেই অগ্নি কন্যার মুক্তির
জন্য রবীন্দ্রনাথ আর এন্ড্রুরুজ
গভর্নরের কাছে নিবেদন করল;
মুক্তির পরে কল্পনা বিশ্ববিদ্যালয়ের
ডিগ্রী পেল।
ছোটবেলা থেকে কল্পনা
দুঃখীর দুঃখে বিচলিত হত,
পুরো সমাজের উত্থান হোক
তাই ভাবত।
তাই মুক্তিযোদ্ধা কল্পনা
কম‍্যুনিষ্ট পার্টিতে যোগ দিল;
শ্রেণিসংঘর্ষের মাপকাঠিতে
শক্তি জোগাল।
"আমরা রক্তবীজের জাত
হাজার হাজার মরব
শেষে করব বাজিমাত।
দেশের মায়ের সন্তান
আছে লক্ষ কোটি
দুহাত তুলে এগিয়ে গেলে
পালাবার রাস্তা পাবে না একটি।"