ছোট্ট মেয়ে কল্পনা
স্কুলে যেতে করত না মানা;
সব পরীক্ষায় প্রথম হত
বিপ্লবীদের গল্প শুনে উত্তেজিত।
"আমাদের দেশে" বলল উষাদি
বেশিরভাগ লোক ভালো খাবার পায় না
রোগ হলে ওষুধ পথ‍্য পায় না
তিলে তিলে মরছে তারা
ইংরেজ শাসক দেখেও দেখে না।
আমাদের রক্ত চুষে খাচ্ছে ওরা
ধনরত্ন চুরি করতে তাড়া
তাই ওরা অতি বড়লোক আমরা ছন্নছাড়া।
ওদের দেশ যেন কল্পলোক
আমরা সব অতি গরীব লোক
চাবুকের ভয়ে ভারতবাসী শ্রমদান করে
বদলে তারা পায় না মজুরি
উপবাস করে মরে।"
রাণী লক্ষীবাইয়ের গল্প শোনে
সূর্য সেন বাঘা যতীনের কথা শুনল
এমনি করে মনে মনে বিপ্লবের বীজ বুনল।
এরপর স্কলারশিপ নিয়ে ম‍্যাট্রিক পাশ করল
তারপর কলকাতায় বেথুন
কলেজে ভর্তি হল।