যুগ যুগান্ত হতে
যে বেদনায় পৃথিবী ঘোরে
তার কোনো অন্ত নাই।
ভালোবাসার জন পাবে বলে
ঘুরে বেড়ায় অনন্ত পথে
দুঃখের সীমা নাই।
কৃষ্ণ কানাই বাজায় বাঁশী
রাধা বলে ভালোবাসি
এ ভালোবাসা চিরকাল সয় না।
বিরহ থাকে খানিক দূরে
ভালোবাসার পথটি জুড়ে
প্রেম যে কেন চিরস্থায়ী হয় না।
ঝরা পাতা ঝরার দিনে
প্রেম লুকায় সঙ্গোপনে
শূন্য পত্র বৃক্ষ তবু একলা হয় না।
পৃথ্বী ঘোরে ভালোবেসে
চন্দ্র সূর্য আসে হেসে ;
গ্রহতারা কি ভালোবাসার
ভাষা বোঝে না?
রঙবেরঙের ফুল ফোটে
প্রজাপতি আসে ছুটে
ঝরা ফুলে মধু থাকে না।
জোনাকিরা ডেকে চলে
আপন মনে বাতি জ্বেলে
প্রেমীর দেখা পায় না।
বিশ্বে লোক প্রেমের কাঙাল
ভালোবাসার এই মহাজাল;
চিরন্তনের পথে চলে
চলার অন্ত কভু হয় না।