না না না ও পথ দিয়ে যাব না
ও পথে কাদা আছে আছে যন্ত্রণা
তাই ও পথ দিয়ে যাব না।
সে পথ কাঁটায় ভরা
কাঁটার জালে রক্তঝরা
ও কাঁটায় দূরে থেকে প্রণাম করি
কাছে কোনদিন যাব না;
না না না পথভ্রষ্ট হব না।
চলি আমি সোজা রাস্তায়
কখনও যেন পথ না হারায়;
মনের ভুলে চলতে গিয়ে
মন যে পস্তায়;
কাঁটার ওপর চলতে গিয়ে
কাঁটা যে ফুটে যায়।
রাজপথে চলব আমি
পথ না ভুলায়;
কাঁটা পথে চলতে গিয়ে
পা রাখা দায়।