হিংসার কাঁটা লাগল গলায়
বল কি করি,
ও কাঁটা তিন ফলা তাই
কষ্ট দেয় ভারী।
বার করতে চেষ্টা করি
আমি আনাড়ি;
ডাক্তার বৈদ‍্য ডেকে পাঠাই
এল তাড়াতাড়ি।
বলে অপারেশন করতে হবে
এখন কি করি;
হিংসার কাঁটা ফুটল গলায়
বিপদ হলো ভারী।
হাসপাতালে নিয়ে গেল
অপারেশন করতে হলো.
ডাক্তার বলে,"ভালই হলো
এ যাত্রায় বেঁচে গেল
নইলে অপারেশন হতো ভারী।"
কাঁটা ত বেরিয়ে গেল
হিংসা তবু থেকে গেল ;
বল কি উপায় করি
ও ত হলো বেজায়
খারাপ অবিমৃশ‍্যকারি
মানুষের মনের দোষে
খুবই বিঘ্নকারী।
এবার হিংসায় দিয়ে জলাঞ্জলি
এসো সবে ভালোবাসি;
হিংসাবিহীন পৃথ্বীতে মোরা
আনন্দেতে থাকি।