আকাশে মেঘের পটে
ছবিটি কার উঠল ফুটে ;
সে যেন চেনা চেনা
কিছু কিছু জানাশোনা
তবুও মনে পড়ে না।
মেঘের ঢেউ এলো
ছবিটা টুকরো হল;
মনের মধ্যে গেঁথে গেল
ভুলতে পারলাম না।
বহু দূর হতে দেখা
আধা চেনা আধা অচেনা ;
তারপর হয়তো ভুলে যাব
সেদিনের সে মুখ চেনা।
তখন কোনো একদিন
বৃষ্টি ঝরার দিন
কোনো কাজ না করার দিন ;
বাতায়নের পাশে এসে বসব
মনের আড়াল থেকে
বৃষ্টি ঝরার  শেষের দিকে ;
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ আসবে
তোমার ছবিটি ফুটে উঠবে;
তখনও কি চিনব আমি
মন বলবে চিনি চিনি
আমার অবাক লাগবে!