এই জগতে তোমার কাছে মুক্তি আমি চাই না
চাই না মুক্ত হয়ে কর্মহীন হয়ে
নিরলস সাধনা।
কর্মে মুক্তি কর্মে শুদ্ধি
কর্মই মোদের বল
মুক্তি মোদের কর্মফলে
কর্ম হোক সফল।
কর্মশালার হোমানলে
কর্ম আকাঙ্ক্ষা জেগে ওঠে
সফল কর্ম আনবে ধর্ম
তখন মুক্তির আদেশ পাবে।
মুক্তি বল কারে বলে
মানুষ বদ্ধ কর্মজালে
জীবন খাতার প্রতি পাতায়
কর্মফল লেখা থাকে।
তাই মুক্তি আমার চাই না
আদর্শ কর্ম চাই
কর্মযজ্ঞের মন্ত্র পেলে
অকর্মণ‍্যতা যাবে দূরে চলে।
মুক্তি আসবে মোক্ষ পাবে
জীবনে সফল হবে
কর্মমন্ত্রে দীক্ষা পেলে
স্বর্গসুখ নেমে আসবে।