অশান্ত পৃথিবী তব করুণা মাঙে
ধ্বংসের বিষ ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে।
"রক্ষা কর রক্ষা কর" মানবাত্মা
রোদন করে ফিরে,
দস্যুর অট্টহাস শোনা যায়
গগন ভেদ করে।
অমৃত মন্থনে উঠেছিল যে বিষ
সে বিষ ছড়িয়ে গেল সমগ্র ভুবনে।
সে বিষের জ্বালায় মানব
হয়ে উঠল নিষ্ঠুর,
দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই
সে যে অতি ভয়ঙ্কর অতি ক্রূর।
এই বিষমতা শত শত প্রাণ হরণ করল
শত শত নারী বিধবা হল
বাচ্চারা ভবিষ্যৎ খোয়াল।
সীমাহীন আর্থিক ক্ষতি হল
প্রগতি মুখ থুবড়ে পড়ল।
এই হাহাকারের মধ্যে
মানবকণ্ঠে তব করুণা  ভিক্ষা করছে
মরণ মারণের যুদ্ধে জীবন ক্ষয় হচ্ছে।
এই অশান্তির কি শেষ হবে না?
দস্যুদের কি চৈতন্যোদয় হবে না?