জীবনটা কেমন যেন অদ্ভুত
ভগবানের এক ছন্নছাড়া যৌতুক;
কখনও নীল হরিতের খেলা
কখনও বা লাল নিষেধের পালা
জীবনে ভরে আছে কৌতুক।
কখনও রেসের ঘোড়া
দ্রুত পদে যায় তারা
কখনও বা ক্লান্ত চরণ চলে না ;
জীবনের দিনগুলো কখনও মন্দ
আর কখনও ভালো
কি হবে নতুন দিনে কেউ জানে না।
তাই বলি জীবনটা এক কৌতুক
ঘুরন্ত মঞ্চের নাট‍্যশালার
মত নতুনের পর্দা উঠুক।
নতুন নতুন রূপে
একেক নাটক যায় স্টেজে
জীবনের নিত্য কোলাহল ;
অদ্ভুত এই দুনিয়ায়
নানা রঙের দিন আসে যায়
বেড়ে যায় কৌতুকের জাল।
কখনও সুখে থাকি কখনও বা দুঃখ
যখন গলদঘর্ম হয়ে ছুটি
মনে হয় জীবনটা কলঙ্ক।
জীবনযুদ্ধে জিৎ পেতেই হবে
তবেই হীরো হবে নইলে জীরো ;
জীবনের রঙ্গমঞ্চে ঝঞ্ঝা বাত‍্যা হলে
নিজের জীবনকে রক্ষা কর।
তাই বলি এ ত ইশ্বরের যৌতুক
কবে যে শেষ হবে
কেউ জানে না ভবে
ভাঙা গড়া ঈশ্বরের কৌতুক।