কে ডাকলে আমায়
সকাল বেলায় কার ইশারায় ;
জীবন যুদ্ধে হেরে যাওয়া আমি
ডেকো না আমায়।
যখন রবি আকাশের ভালে উঠল
সোনার আলোয় চারিদিক ছেয়ে গেল ;
পাখিরা কলরব করে গাইল
তখনও আমার কিছু ভালো লাগে ন।
নাই নাই আমার ত কিছু নাই
দীন হীন আমি পাবার আশা নাই
পৃথিবী আমায় ভালোবাসে না।
জীবনে বিফল আমি কিছু পেতে চাই না।
জীবন কখন শুকিয়ে গেল
ভালোবাসা সব মরে গেল ;
এই মরা ভালোবাসা নিয়ে
কে আমায় ডাকবে বল।
নাই কিছু নাই যে আমার
ভালোবেসে ছোট কর না আমায়
তবু ভালো আছি কষ্ট কোনো
নেই গো আমার।