সূর্য উঠলো আকাশ ফুঁড়ে
ভুবনে আলো ছড়াল;
রাঙা আলো ছড়িয়ে দিয়ে
জীবন জাগাল।
পাখি ডাকে গানে গানে
কাকে খুঁজে ফেরে;
কেউ কি জানে এসব চলে
কিসের টানে সৃষ্টিকর্তা কে।
মন্ত্রে মন্ত্রে যারে খুঁজি
দেখা ত তার পাই না ;
কোথায় সে অলোকে থাকে
দৃষ্টি গোচর হয় না।
রৌদ্রতেজে জল বাষ্প হয়
মেঘ ভাসে আকাশে ;
জলের ধারা পড়ে ঝরে
জমি উর্বর করে।
এসব কেন কি করে হয়
কারই বা নির্দেশে;
সে কি তুমি বল সে কি তুমি
সব কিছু হয় তোমারই আদেশে?
আকাশ বাতাস আর শ‍্যামল ধরিত্রী
সবার তুমিই পালনকর্তা এইমত শুনি।
জীবন মরণ সব তোমার আদেশই মানে
সৃষ্টি কর্তা ধ্বংসকর্তা সবই তুমি
সাধুরা এই কথা বলে।
কে তুমি বল না যারে
পূজা করি সেও কি তুমি
কে তুমি বল বল না মোরে
একবার এস দেখি তোমারে