যখন বসেছিলাম রাত্রি গভীরে
খোলা জানালার ধারে;
আকাশ ছিল তখন চুমকি
বসানো ওড়না জড়ানো গায়ে।
কে যেন প্রশ্ন করে."কেমন আছো?"
লক্ষ তারার মালা পরেছিল
বাতাসে যেন তান ধরেছিল
প্রশ্ন করল আমায় ডেকে।
"ভালো আছি ",বললাম আমি
"যেমন রেখেছে হৃদয়স্বামী"
জোনাকিরা তখনও গাইছিল।
চাঁদ এলো সুখতৃষা লয়ে
রূপালী আলো ছড়িয়ে দিয়ে
বলল মৃদু স্বরে,"কেমন আছো?"
অর্ধনিমীলিত চোখে ইথারের মধ‍্য দিয়ে
বললাম আমি,"ভালোই রেখেছ"।
তারপর চাঁদনি আলো যেন নিভে এলো
জোনাকিরা ঘুম পাড়ানিয়া গাইল;
রাত্রি আরও গভীর হলো।
স্বপন এসে জাগিয়ে দিল
নিজের দেশে নিয়ে গেল ;
কে যেন ফিরে এলো
জীবনে মধু ঝরাল।