কাল অন্ধকারে ডুবেছিল সূর্য
আজ আবার উঠল নতুন করে
আঁধারের পর্দা সরিয়ে ;
নতুনের গান গেয়ে
পবনের বার্তা লয়ে
আনল নতুনের মাধুর্য।
আলোয় আলোয় ভরল ভুবন
ফুলে ফুলে ঢাকা তপোবন;
মনের মাধুরি আর ফুলের বসন্ত
দুয়ে মিলে বাড়াল জীবনের ঐশ্বর্য।
আকাশের সীমানায়
কি জানি কে গান গায়;
তাই মুগ্ধ হয়ে আমি
চেয়ে থাকি জানালায়।
সহসা এল কালো মেঘ
মিটে গেল সূর্যের তেজ
জলে সব নদী নালা ভরল;
খনির অভ‍্যন্তরে
শ্রমিকেরা কাজ করে
নদীর যত ফেনসিং টুটল;
প্রবল বৃষ্টি ঝড়ে
নদী যেন প্রলয় ডাকে
ঢেউ যেন মহাকালের মত উঠল।
খনির দেয়াল ভেঙে
জল গেল অভ‍্যন্তরে
খনির সব কোনা
জলে জলে ডুবল;
বাঁচল না শত শ্রমিক
ধাই মোরা দিকবিদিক
দশ-বারো পাম্প কাজে লাগল।