নীল আকাশে মেঘবলাকা
তোমার নামটি লিখে যায় ;
তোমায় খুঁজি অহর্নিশি
কোথায় তোমায় পাই।
আকাশ কাঁপে কাহার গানে
বুঝতে পারি না ;
সুরের ঐ মায়াজালে
পার হলো সীমানা।
সোনার রথে চড়ে সূর্য
তোমায় খোঁজে ফেরে
তূণে যত তীর ছিল তার
চারিদিকে ছোঁড়ে।
সে বাণে সূর্যের তেজ
আরও প্রবল হলো;
মেঘনাদের মতো সে যে
কোথায় লুকালো।
সুর্য ডুবল পশ্চিমাকাশে
সান্ধ্য তারা জ্বলল
লক্ষ তারার বাতি জ্বেলে
আকাশ তোমায় খুঁজল।
ঝিঁ ঝিঁ ডাকে করুণ সুরে
তবু সে ত অদৃশ্য থেকে যায় ;
সবাই খোঁজে তোমায় তবু
দেখা নাহি পায়।