ওয়ানি রেল স্টেশন --
ফার্স্ট ক্লাস কামরা থেকে বেরিয়ে এল
এক কিশোর পুলিশ বেষ্টিত ;
আচমকা এই দৃশ্য দেখে
সবাই হল হতচকিত।
সে ছিল প্রস্ফুটিত য‍ৌবন
নির্ভীক সদা হাস‍্যবদন।
দিদি তাকে খুদ দিয়ে কিনেছিল
তাই নাম তার ক্ষুদিরাম হয়ে ছিল।
অপেক্ষমান ফেটনে বসল গিয়ে
দর্শকদের অবাক করে দিয়ে ;
তখন বজ্রকণ্ঠে ধ্বনি তুলল,
"বন্দে মাতরম"
শুনে পুলিশের মাথা হল গরম।
ইংরেজ হত্যার দায়ে দায়ী ক্ষুদিরাম
নিশ্চিন্ত মনে চলল,
মজফফরপুরে গিয়ে আগেকার
কথা ভাবল।'
'ক্ষুদিরাম আর সঙ্গী প্রফুল্ল চাকি
ম‍্যাজিস্ট্রেট কিংসফোর্ডের
গাড়িতে বোমা ফেলেছিল ;
কিন্তু সে ত কিংসফোর্ড ছিল না
মরল দুই ইংরেজ মহিলা
স্বপ্ন পূরণ হল না।
প্রফুল্ল চাকি ধরা পড়ে
আত্মহত্যা করল;
কিশোর ক্ষুদিরাম দুই পুলিশের
শক্তিতে ধরা পড়ল'।
দুই মে উনিশ শ আট সাল
শহর ভেঙ্গে লোক
ক্ষুদিরামকে দেখতে এল
সবাই বিস্ময়ে আশ্চর্যচকিত হল
অদম্য সাহসিকতা দেখল।
কেউ বলল,"এ সাহস এল দেশপ্রেম হতে "
"এল ইংরেজ বিদ্বেষের ফলে।
"বন্দেমাতরম' কে যেন বলে উঠল
জনতা উদ্দীপিত হল
স্বাধীনতার ভাবনা উত্তাল হল।