উনিশ শ ছয় সাল
প্রচণ্ড বৃষ্টি মেদিনীপুর ভাসিয়ে দিল;
তারই সাথে হল কংসাবতি
নদীতে জলোচ্ছাস
যেন সৃষ্টি রসাতলে গেল।
জল জল শুধু জল চারিদিকে
যতদুর দৃষ্টি চলে ;
মানুষের ভাগ‍্য পরীক্ষা করছে
ভগবান যেন নয়ন জলে।
সব বাড়ি ঘর গেল ভেসে
আহার জোটে না;
কেউ নেই যে সাহায্য করে
পেল শুধুই বঞ্চনা।
এমন সময় ক্ষুদিরাম রনপায়ে চড়ে
সাহায্যের হাত বাড়াল;
লোকের কাছে অর্থ চেয়ে
খাবার ব‍্যবস্থা করল।
পরে পুলিশ স্টেশনের সামনে
বোমা পুঁতে রেখে
পুলিশ জমানাকে চ‍্যালেঞ্জ জানাল।
ভারত বিদ্বেষী ম‍্যাজিস্ট্রেট কিংসফোর্ড
অকারণে ভারতীয়দের শাস্তি দিত
তাই তার হত্যার ভার
ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি নিল।