পূব আকাশে সোনা সোনা রঙ্ ধরেছে
পাখিরা গুঞ্জন করে সুর সেধেছে;
সবুজ সবুজ ঘাসে কখন  
বিন্দু বিন্দু শিশির জমেছে
ঘাসফুলের সৌন্দর্যে সেথায়
মুক্তো ঝরেছে।
এমন দিনে তুমি কোথায় কোন বিদেশে
মন যে আমার কাঙালের মত
তোমায় খোঁজে ফেরে।
সেদিন আমরা বসেছিলাম
পাশাপাশি গঙ্গার ঘাটে
কত নৌকা এল গেল বুঝিনি আগে ;
সূর্য নামল পশ্চিমাকাশে
রাগের বশে
ডুবে গেল দূর গঙ্গায় রঙ ছড়িয়ে;
আমাদের গানের আসর
শেষ হলো তারই সাথে।
তারপর তুমি চলে গেলে কোন বিদেশে
আমার চাওয়া হয় না শেষ
তোমায়  খোঁজে
মরণ কখন ছিনিয়ে নিল তোমায় এসে।