ক্লান্ত,আজ আমি বড় ক্লান্ত
জীবনের পথে একলা
যেতে যেতে কত না হয়েছি ক্লান্ত।
পার হয়ে নদী সমুদ্র জলধারা
ঠোকর খেয়েছি কত
পর্বত গিরিমালা;
চলেছি আমি তোয়াক্কা করিনি
মেনে নিয়ম শৃঙ্খলা।
তবু আজ আমি বড় ক্লান্ত
জীবন যুদ্ধে পরিশ্রান্ত।
তোমরা আমায় কর মার্জনা
তোমাদের সাথে কদম মেলে না
যদি পিছিয়ে পড়ি এই ছিল ভাবনা ;
তবুও চলেছি জানি এর অন‍্যথা হবে না
শুধু ক্লান্ত চরণ আমার
যেন চলতে চায় না;
চলে যেতেই হবে
এই ছিল নির্দেশনামা।
চলেছি প্রভু তোমার নির্দেশে
শ্রান্ত ক্লান্ত অতি দরিদ্র বেশে;
পরিজন মম ছেড়ে গেল শেষে
দুঃখগাথা রয় অবশেষে।