সীজারের মৃত্যুর পরে
রোমান সাম্রাজ্য বিভক্ত হল
ক্লিওপেট্রার রাজ‍্য মিশর
এ‍্যান্টোনির দিকে পড়ল;
তাই এ‍্যান্টোনি মিশরকে
তার কর্তৃত্ব স্বীকার করে নিতে বলল।
তখন মিশরের ফারাও
ক্লিওপেট্রা তার সঙ্গে দেখা করল।
এ কি দেখল এ‍্যান্টোনি
এ ত অপার সৌন্দর্যের রাণী ;
যেন বিদ‍্যুৎ চমকাল
যেন মনে আনন্দের ব‍্যাণ্ড বাজল
মদালসা আলোর রাণী
চাঁদের আলো মেখে হল যেন চাঁদনি।
এ‍্যান্টোনি মুগ্ধ চোখে চাইল
ও চোখ ছিল সাগরের মত গভীর
রহস্যময়ীর রহস্যে ভরা
ঘায়েল হল শত যুদ্ধবীর।
এ‍্যান্টোনি ক্লিওপেট্রার মিশরে গেল
মিশর স্বাধীন রাজ‍্য রয়ে গেল।
তার আগে জুডিয়ার রাজা
হেরাদ মিশর ভ্রমণে এসেছিল
ক্লিওপেট্রা ওকে
অভিভূত করতে চেয়েছিল
কিন্তু হেরাদ ওকে প্রত‍্যাখান করল।
হেরাদ রোমান কর্তৃত্ব স্বীকার করল
ক্লিওপেট্রা স্বাধীন থাকল;
মুগ্ধ এ‍্যান্টোনি মিশরে গেল
ক্লিওপেট্রার সঙ্গে তার বিয়ে হল
এ বিয়ে নিয়ম বহির্ভূত ছিল।
পরে ভীষণ যুদ্ধের সঙ্কেত দিল।